কাটা মুণ্ডুটা পড়ে আছে খাল পাড়ের ঢালে ।  

উপরে পা দুটো বাঁধা ।
ধড়টা উল্টো করে
ঝুলছে বটগাছের ডালে ।
নিচে মাটিতে রক্ত শুঁকছে কালো কুকুর    
মাছিরা উড়ছে ভনভন করে ।

তবুও সুচেতনার গায়ে  
নৈতিকতার পাথর ঠুকে জাগে না
একটুকরো প্রতিবাদের ফুলকি ।  
আগুন লাগে না বিবেকের বারুদে ।

আত্ম-কেন্দ্রিকতার কংক্রিট ঢালাইয়ে  
প্রাণ হারাতে থাকে সবুজ সজীব সভ্যতা ।

#####
প্রকাশিত- আগমনী পত্রিকা