দূরত্ব প্রেম কেমন আছো?
অনেক দিন হল হয়নি কথা,
অভিমানের থার্মোমিটারে
মাপছি ভালোবাসার উষ্ণতা।
ভালো নেই বুঝলে আমি এখন
হাঁটছি মনখারাপের দেশে,
রামধনু হয়ে উঠবে কি জেগে
আজ বৃষ্টি থামার শেষে ।
কোথায় আছো ? কী করছ?
একটু তো দিতে পারো খোঁজ
বুকের খাঁচা খুলে ইচ্ছেদের
উড়িতে দিতাম রোজ ।
আক্ষেপে নয় অপেক্ষায় থাকি
বিশ্বাস রাখি চোখের পাতায়,
কাছাকাছি দুজন নাইবা এলাম
দূর থেকেও তো ভালোবাসা যায় ।
দূরত্ব প্রেম কেমন আছো?
খবর দিও মেঘ পিয়নের হাতে,
অস্থিরতা বাড়ছে বুকের ভেতর
কাটছে দিন তোমার ভাবনাতে ।