ওভারব্রিজের উপর যে বিধবা বউটি
দুটো বাচ্চা কোলে নিয়ে ভিক্ষা করত
জানিনা ওরা কাল থেকে কী খাবে ?
আবর্জনার স্তুপ থেকে যে ছেলেগুলো
প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করত
জানিনা ওরা কাল থেকে কী খাবে?
ট্রেনের কামরায় মেয়ের হাত ধরে যে অন্ধটি
গান শুনিয়ে কোনো রকম পেট চালাত
সত্যি জানিনা ওরা কাল থেকে কী খাবে?
শুধু এইটুকুই জানি ―
প্রচন্ড ক্ষুধায় ছটফট করতে করতে ওরা
যদি কখনো কেউ তোমার উঠনে এসে পড়ে,
অন্তত তুমি এ দুর্দিনে তোমার জানালা দিয়ে
বাড়িয়ে দেবে একমুঠো মুড়ি কিংবা চিড়ে ।
এ আমার একান্ত বিশ্বাস ।
✍️২৫.০৩.২০২০