বাইরে অদৃশ্য শত্রু ।
নির্দেশিকা মেনে নিষেধের নামতা পড়ছে মন ।
শোনো, এখন তাই অমাবস্যার আকাশে অযথা
চাঁদ খোঁজার মতো আমাদের দেখা হবার
কোনও প্রশ্নই নেই ।
কোনও প্রশ্নই নেই― অক্টোপাসের মতো জড়িয়ে ধরে
ঠোঁটের বন্দরে উষ্ণতার নোঙর ফেলার । কিংবা
নরম মাংসের দরজা খুলে সুখের রাজমহলে
প্রবেশ করার ।
এখন দুজনের মাঝে শুধুই জারি থাকুক
দূরত্বে নির্দেশিকা ।
পাখি না বসা গাছের মতো হয়তো কষ্ট হবে,
তবুও ধৈর্যের চানে ঘষে ঘষে তুমিও তুলে ফেলো
সব অস্বস্তি আঁশ । প্রদীপ শিখার মতো
রাখো ধীর স্থির শান্ত সংযম । এঁকে নাও
চেতনার চাতালে সচেতনতার আল্পনা ।
আসলে
দূরত্ব ঘোচাতে এখন যে দূরত্বের বড় প্রয়োজন ।
✍️০১.০৪.২০২০