এক দু'মুঠো সুখ তোমায় দিলাম
সাথে দিলাম অনেকটা রঙ,
এ জীবনে ভালোবাসা নাই বা দিলে
না হয় আমায় দুঃখ দিও বরং ।
তবুও তো তোমার স্পর্শতা পাবো
ছুঁয়ে থাকব কষ্টগুলোকেই,
চাওয়াগুলো নাইবা হল পাওয়া
দূর থেকে ভালোবাসবো তোমাকেই।
সব নদী হয়তো মোহনা পায় না
শুকিয়ে যায় মরুভূমির বুকে,
আক্ষেপ নেই, শুভকামনা আছে
তুমি চিরদিন থেকো সুখে ।
জানি ভালোবাসার মৃত্যু হয় না
তবু! তবু অবহেলায় ভাঙে মন,
তুমি হাসি খুশি থাকলেই জানবে-
আমি ভুলেছি বুকের রক্তক্ষরণ ।
******