দু'চোখে ব্রেকফেল বৃষ্টি নামলে

বুকের তল্লাটে
একটা অল্প বয়সী দুঃখ
প্রেমে পড়ে কুমারী বিষণ্ণতার

প্রতিশ্রুতি দেয় একে-অপরকে
পাশে থাকার সাথে থাকার
ঘর বাঁধার

অথচ ওরা জানে না
আমি অপেক্ষা করছি সূর্য ওঠার।

           *****