―২৫ গ্রাম সরিষা, ২৫ গ্রাম জিরে, ২৫ গ্রাম হলুদ
―আর কিছু ?
―হুঁ, ২৫ গ্রাম ফোড়ন, ২৫ গ্রাম ডাল, ২৫ গ্রাম তেল
―(দেবার পর) আর কিছু ?
এবার আপনি,
২৫ গ্রাম ল...... যেই বলতে যাবেন
অমনি দোকানদারের চোখে দেখতে পাবেন ―
একটা পুঁজিবাদী শ্রেণী যেন বিদ্রুপ করছে
এক শ্রেণীর দরিদ্রতা কে ।
✍️১১.০৫.২০২০