হয়েছে কি তোমারও স্বপ্নের ভরাডুবি ?
আত্মহত্যার ভাবনারা তবু থাক চির মুলতুবি ।
আছো কি তুমি ভীষণ সঙ্গীহীন একা ?
ভেতরে তবু থাক ধৈর্য আর একটু অপেক্ষা ।
লাগছে কি আজ সব ফ্যাকাসে বেরঙিন ?
দ্যাখো, ভোরের মতো কাছে আসবেই সুদিন ।
শূন্যতা ব্যর্থতা বুকে ধরাচ্ছে কি ভাঙন ?
মন থেকে দূরেই থাক আজ সমস্ত ডিপ্রেশন ।
থাকবে কষ্ট থাকবে দুঃখ থাকবে বিপর্যয় !
তবু জেনো― মৃত্যু কখনোই সমাধান নয় ।
সময় মতো ওষুধ পেলে সেরে যায় সব রোগ।
শুধু পরস্পরের সাথে থাক একটু যোগাযোগ ।