একমুঠো খাবার চেয়েছিলাম পেলাম না
একটু আশ্রয় চেয়েছিলাম পেলাম না
পেলাম না ঘরে ফেরার কোনও সাহায্য
কোনও ব্যবস্থাও ।

মাইলের পর মাইল তাই
পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েই
ঘুমিয়ে পড়েছিলাম রেল লাইনের উপর ।

এখন কাটা হয়ে আমরা পড়ে আছি
টুকরো টুকরো লাশ হয়ে ।

সকালে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার জন্য
আপনাকে ধন্যবাদ রাষ্ট্র ।

✍️০৯.০৫.২০২০