ওখানে আকাশ ধোঁয়ায় ঢাকা
চারিপাশ জুড়ে জ্বলছে আগুন,
এখানে বেশ শান্ত স্বাভাবিক
সাজছে রঙে রঙে ফাল্গুন ।
ওখানে বাতাস বারুদে ভরা
গ্রেনেড-বোমার দাপাদাপি,
এখানে আমরা দিব্যি আছি
চায়ের কাপে উষ্ণতা মাপি।
ওখানে মাটি রক্তে চোবানো
আর্তনাদ-কান্না-হাহাকার,
এখানে আমরা খেলছি হোলি
প্রতিবাদের কী বা দরকার।
ওখানে পথে লাশের মিছিল
শিশুর উড়েছে হাত-পা-মাথা,
এখানে আমরা না দেখারই-
ভান করছি ও সব দৃশ্যতা ।
ওখানে আগুন! ওখানে মৃত্যু !
আমরা যদি ভাবি- 'আমার কি'!
জেনো, এ আগুন খুব ছোঁয়াচে
হয়তো কাল এখানেই দেবে উঁকি।
উৎস মুখে তাই প্রতিরোধ চাই
প্রতিবাদ যার শ্রেষ্ঠ হাতিয়ার,
সব পলাশের পাপড়িতে বসন্ত নয়
এসো লিখে দিই- ধিক্কার! ধিক্কার !