সময়ের পথে হাঁটতে হাঁটতে পায়ে ঠেকল
মানবিকতার মাথার খুলি ।
বলের মতো হাতে তুলে নিলাম ।
দেখলাম― সে খুলির
ভেতর যন্ত্রণায় ছটফট করছে একটা দেশ ।
যার চিন্তা চেতনা স্বপ্নকে
পাহারা দিয়ে রেখেছে নৃশংস অন্ধকার ।
আমি চোখ রাখলাম আকাশের দিকে
দেখলাম―একঝাঁক শকুন
সূর্য আড়াল করে রেখেছে তাদের ডানায় ।
✍️০৯/১০/২০১৯
প্রকাশিত - করুনাময়ী পত্রিকা