বয়স বাড়ার সাথে সাথে
আমাদের দায়িত্ববোধের দেওয়ালটাও
উঁচু হয়ে ওঠে।

আমরা চাইলেও তখন আর
কোথাও ইচ্ছে মতো যেতে পারি না।

সংসার নামক মন্দিরের
নিজেকে সপে দিই পূজারী হিসাবে।