দেওয়ালের গায়ে আমরা পেরেক পুতি
আর ইচ্ছে মতো ঝোলাই পট ক্যালেন্ডার ছবি।

অথচ সে দেওয়াল যন্ত্রণা পেলেও
কোনো শব্দ করে না।
চেষ্টা করে সবার মধ্যে সে ছবির
সৌন্দর্য সুখ ছড়িয়ে দিতে।

তেমনই এক সব কষ্ট-যন্ত্রণা সহ্য করে নেওয়া
দেওয়ালের নাম― মা।