আমরা সারাজীবন ধরে শুধুই
দরিদ্রতার দেওয়াল পোরানোর চেষ্টাই করি।

সারাদিন ঘাম ঝরাই
রক্ত ঝরাই
কান্না ঝরাই

ক্লান্ত হয়ে একটা দিনের জিভের তলায়
ঘুমিয়ে যাই অসহায়ত্বের তাঁবুতে।