কে আগে বলবে কথা।

এই ভাবতে ভাবতে
একটা নীরবতার দেওয়াল
এসে দাঁড়ায় আমাদের মাঝে।

আমরা কেউ কাউকে
কিছুই বলতে পারি না
অথচ আমাদের হৃদয় চুম্বকধর্মী।