মোড়ে মোড়ে হাস্য মুখ।
ভরসার বিজ্ঞাপন । কখনো-
চাল চুরি করা ইঁদুরদের নিরাপত্তা।
বিদেশ সফর । অমিতব্যয়ী ।
অবশেষে আকাশ চুম্বী কীর্তি ।
সেরার সেরা । গর্ব ।
অথচ আমি
প্রতিদিন কাজে যাওয়ার পথে
মোড়ের নেতাজী স্ট্যাচুটার নিচে দেখি -
এখনো অ্যালুমিনিয়ামের থালা হাতে
বসে আছে স্বদেশভূমির স্বপ্ন ।
যে একটু মনুষ্যত্ব চায়।