যে মেয়েটি সিলিং ফ্যানের সাথে ওড়নায় ঝোলে
যে ছেলেটি অনেকটা অবহেলা অপমানের পর
বেছে নেয় রেললাইন কিংবা
যে বউটি সহ্যের অন্তিম সীমা পেরিয়ে
খুঁজে নেয় এক বোতল কেরোসিন ও আগুন।
অনেকের মতো
তারা বিতাড়িত কারো না কারো হৃদয় দরজা থেকে
যাদের একটু বিশ্বাস একটু ভরসা
আর একটু ভালোবাসার ভীষণ প্রয়োজন ছিল।