ডিসপ্লের দরজায় তোমার ম্যাসেজ
যতবার টোকা দেয় টুং করে
ততবারই মন আনচান করে ওঠে
ততবারই ব্যাকুল হই
ততবারই তোমার সাথে কাটানো
মুহূর্তগুলোর কথা ভাবি।
দরজা খুলে দেখি তোমার প্রতিটি বার্তায়
জড়িয়ে আছে ভালোবাসার স্পর্শ।
আর আমাদের অনেকদিন দেখা না হওয়ার
আলগা অভিমান।