তুমি কলিংবেল টিপলে
যে মেয়েটি তোমার জন্য প্রতিদিন
মুখে বেলফুলের মতো হাসি রেখে দরজা খোলে
তুমি পারলে তার মনের দরজা খুলে দেখো ―
নদীর মতো শত কষ্টের পাথর আড়ালে রেখে
গাছের মতো শত যন্ত্রণার ঝড় সামলে
আহত পাখির মতো কান্না লুকিয়ে
সংসার শাখায় কেমন করে ফোটাচ্ছে খুশির ফুল।
কেমন করে
সম্পর্কের পাতায় বাঁচিয়ে রেখে বিশ্বাসের ক্লোরোফিল।