মৃত্যুগুলো যন্ত্রণা দায়ক
আর্তনাদের ছবিগুলো ভীষণ চেনা ।
ওরা তবু ঘরের বাইরে ঘুরে বেড়াবে শুনবে না ।
আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে
হাতের বাইরে যাচ্ছে পরিস্থিতি পরিকল্পনা ।
ওরা তবু মোড়ে মোড়ে জটলা পাকাবে শুনবে না ।
বিজ্ঞপ্তি জারি আজ লকডাউনের
চলছে একসাথে প্রতিরোধ গড়ে তোলার প্রার্থনা ।
ওরা তবু চায়ের দোকানে আড্ডা দেবে শুনবে না ।
ছোঁয়াচে অসুখ বড়োই অস্থির সময়
প্রতিবেশীর চোখে স্বজন হারানোর কান্না ।
ওরা তবু একসাথেই হই-হল্লা মাচাবে শুনবে না ।
ওদের থামাতে এখন ওষুধ কী ?
কিছু উপায় কি তবে খুঁজে পাওয়া যাবে না ?
আসলে― পুলিশের ডাণ্ডা ছাড়া সত্যি ওরা থামবে না ।