রাজমিস্ত্রির ওলনের মতো ঝুলছে তিনটি দেহ
গাছ থেকে । সম্পর্কে― বাপ মা মেয়ে ।
নাম― রঞ্জন রঞ্জনা রঞ্জু ।

ওরা পারত আরও শত মাইল হেঁটে
পথে পুলিশের পিটুনি খেয়ে
ঝড়-বৃষ্টি-রোদ মাথায় নিয়ে বাড়ি ফিরতে।

অথচ জ্বলন্ত খিদের কাছে যখন পরাজয়
স্বীকার করে নেয় পালক জীবন
তখন চোরাবালির মতো
কাছে টেনে নেয় আত্মহত্যা।

ওদের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে !

শুধু ভারত থেকে মুছে যাওয়া
'র' নামের পরিবারটি রেখে গেছে
একটাই দাবি― ভাত ।

         ***
২৮.০৬.২০২০