গলায় একটা প্যাঁচ লাগিয়ে
দড়িটা দু'দিক থেকে দু'জন টানো ।
টানো ...
টানো ...
খুব জোরে টানো...
যতক্ষণ না বেরিয়ে আসে
কুকুরের মতো এক হাত জিব ততক্ষণ টানো ।
এরপর বঁটি দিয়ে ওই জিব কেটে
গাছের সাথে পেরেক ঠুকে টাঙিয়ে রাখো ।  
নিচে পোস্টার দিয়ে লিখে দাও ―
'সত্য বললে যা হয়, সাক্ষী দিলে যা হয় ।'
দেখুক
দেখুক
দেখুক সবাই ।

অথচ দুর্বৃত্তটি খেয়ালই করেনি,
লোকটির কাটা জিবের রক্তের ফুলকি থেকে
জন্ম নিচ্ছে সংঘবদ্ধ একটা দাবানল ।
পুড়িয়ে দিতে স্বৈরতন্ত্রের সাম্রাজ্য ।