বোমাতে নয় বন্দুকেও নয়, পড়ে আছে সারি সারি লাশ ।
তোমার আমার শত্রু এখন প্রাণঘাতী 'করোনা ভাইরাস ।'
 
থমকে গেছে সময়টা হঠাৎ, চারিপাশ ফাঁকা শুনশান ।  
বাঁচতে হবে বাঁচাতেও হবে; সঙ্গী হোক সচেতনতার গান । 

মুখের উপর মাস্ক থাকুক, হাত দুটো ধুয়ে নাও সাবানে ।
জেনও― সতর্কতা ও সচেতনতাই ছেদ বসায় সংক্রমণে । 

উদ্বেগকে উপেক্ষা করো, অযথা হইও না আতঙ্কিত । 
ভয় সরলেই জয় আসে, ভরসার বীজ হোক অঙ্কুরিত । 

গুজবগুলো কেও গুঁড়িয়ে দিও। কিছুটা দূরত্ব থাক পারস্পরিক ।
প্রতিরোধই এখন প্রতিষেধক। শঙ্কা সরে স্বস্তি আসবেই ঠিক। 

অসুখে ডাক্তারি পরামর্শ, নিজের ঘরে হোক নিজের বসবাস । 
দেখো- সংক্রমণের সাম্রাজ্য থেকে বিতাড়িত 'করোনা ভাইরাস।'