মূর্ধন্যের মতো মাথা নিচু করে  
দাঁড়িয়ে আছে মানবিকতা ।
হ-এর মতো হাঁটু মুড়ে বসে আছে
পা ভাঙা প্রগতি । শিক্ষা স্বাস্থ্যের গলায়
লম্বা চেনের কালশিটে দাগ ।  

ফণা তোলার মতো শক্তিহীন
পাঁজর বেরানো একটা সভ্যতা  
ওলগাছের নিচে বসে থাকা
কুনোব্যাঙের মতো শুধু চুপচাপ দেখছে–
দুর্নীতির দাঁতে কেমন শান দিচ্ছে রাজনীতি।  


    *********