এলাকা দখলের কাঁচামাল ভর্তি ট্রাক
এসে দাঁড়ালো গোডাউনের সামনে ।
ভেতরে খাটিয়ার উপর
হাফ গ্লাস রঙিন জলের সাথে
কেউ কেউ গিলছে
সাদা ট্যাবলেটের মতো
জোছনাপুষ্ট চাঁদ ।
কেউ বা এখনো
মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে করছে
ইস্কাফনের সাহেব কে
রুইতনের বিবি দিয়ে মারার পরিকল্পনা ।
আর ঠিক এদেরই পাশে
বিপন্নতার বালিশে মাথা দিয়ে
গভীর থেকে গভীরতর ঘুমে
মগ্ন হচ্ছে সভ্যতা ।