কালচিতি সাপের মতো কালো
পিচ রাস্তার পিঠ মাড়িয়ে হেঁটে যাচ্ছিলাম
মাংসের দোকানের সামনে দিয়ে  ।    
এক দলা রক্ত    
হঠাৎ ছিটকে এসে পড়ল মুখে ।

স্লেটের অক্ষরের মতো
আলতো করে মুছলাম হাত দিয়ে ।  

হাতে ফুটে উঠল একটা গোটা পৃথিবী ।  

************************



* (যদি জানতে)