মন গ্রেফতার করা রঙের ছটা ।
মাঝে সুন্দর ছবির উপস্থাপনা ।
মুচমুচে। মুখোরচক ।
চিপসের প্যাকেটটা কাটতেই
হাওয়া বেরিয়ে চুপসে গেল হঠাৎ ।
হাতে ধরা
হাতে গোনা মাত্র কয়েকটা চিপস ।
আর ঠিক তখনই মনে পড়ে গেল―
রাজনৈতিক নেতাদের ভাষণ ।
যা চিপসের প্যাকেটের মতো হাওয়া ভর্তি ।