চারিপাশ থেকে ছুটে আসে শত শব্দের কুচি!
কোনোটা হালকা কোনোটা বা ভারী।
তোমার মনের ডালে অনুভূতির সবুজ পাতাগুলো
টুনটুনি পাখির মতো যে সেলাই করে
বানাব কিছু কথার বাসা কিংবা
রাখব যে তাতে কিছু স্বপ্নের ডিম
তার জো নেই।
তাই চলো―
নির্জনতার তিলক কাটা কোনো পথে
হাতে হাত রেখে
কাঁধে মাথা রেখে পথ হাঁটি।
যেখানে ফুল ফোটে প্রজাপতির চুম্বনে।
পাখি ডাকে হাওয়াদের স্পর্শনে।
চাঁদ ওঠে জোনাকির আহ্বানে।
যেখানে নেই লৌকিক সমাজের
শজারুর পিঠের মতো কোনো ব্যাকরণ।