তোকে বলার থাকে অনেক কিছুই
কিন্তু তোর শোনার মতো সময় কই,
ব্যস্ততাকে তুই ভীষণ ব্যস্ত রাখিস
শূন্যতার মাঝে আমি একলা রই।
অপেক্ষাদের আজও বয়স বাড়ে
কষ্টের পাথর সরায় বিশ্বাসের ক্রেন,
তোর অবসরের স্টেশনে থামবে কি
আমার জন্য একটু ভালোবাসার ট্রেন?
মনের উপর মনখারাপের বরফ
হৃদয় জুড়ে তবু কাছে পাওয়ার টান,
হয়তো তোর একটুখানি স্পর্শ পেলে
মুছে যাবে যত খুচরো অভিমান।
আমার কোনও অভিযোগ নেই
দেখছি অবহেলারা বাড়াচ্ছে দূরত্ব,
তোকে বলার থাকে অনেক কিছুই
কিন্তু আমার যে সে অধিকার মৃত।
মনে পড়লে একটু কাছে আসিস
সাড়া দিস নিজের মত স্বতঃস্ফূর্ততায়,
তোকেই তো শুধু ভেবেছি আপন
ভাঙা মন তোর আদরেরই বাঁচতে চায়।