গণতন্ত্রের বুক কেটে তুলে আনা
সমন্বয়ের হৃৎপিণ্ড আজ মাংসের
টুকরোর মতো ঝলসানো হচ্ছে হিংসার আঁচে ।
অথচ তুমি মশগুল হয়ে অন্যদিকে দেখছো
ফুলে ফুলে কেমন প্রজাপতিরা নাচে।
স্বৈরতন্ত্রের শাণিত তরোয়ালে
শান্তির শিরদাঁড়া ভেঙে ; ছুঁচে গাঁথা
ফুলের মতো গাঁথা হচ্ছে শিশু থেকে নারীদের শব ।
অথচ তুমি বিকেলের পিঠে হেলান দিয়ে
আনমনে ভাবছো -
বৃষ্টির সাথে রামধনুর কিসের এতো সংস্রব ।
দখলদারির দাঁতাল দাঁড়ায় চেপা হয়ে
রক্ত -কান্নায় ভিজে; মাটি ঘেঁষা জীবনগুলো
হাড়িকাঠে আটকে যাওয়া পশুর মতো
আজ করছে বাঁচার আর্তি ।
অথচ তুমি লিখেছো কোকিল কতটা
সুর দিলে বসন্ত হবে ভালোলাগায় ভর্তি ।
সময় যখন রক্তে রাঙা
জীবন যখন লাশ হয়ে ভাসমান,
প্রতিবাদ চাই নাকি প্রেম ?
বুঝতে যখন পারো নি
জেনো―
তোমার কলম আজও
মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখেনি ।
********