আকাশ জুড়ে নুন-মরিচে মেঘ
স্নান সারছে একলা পথ-ঘাট ।
বৃষ্টিরা আজও দিদিমণির মতো
পড়ায় যত উজ্জ্বল স্মৃতির পাঠ ।

মুখস্থ পাই আমি তোকে এখনো
তর্জনী ছুঁয়ে পড়ি প্রেমের অক্ষর।
গাছেরা আজও অভিভাবকের মতো
শেখায় সামলে নিতে সব ঝড় ।

বিরহের বয়স বেড়েছে অনেকটা
মন লাটাইয়ে গোটাই দুরত্বের সুতো,
জানালায় আজও চারকোণা আকাশ
তাকিয়ে থাকে প্রিয় প্রেমিকার মতো ।

সম্পর্করা এখনো সুস্থই আছে, তবু
ভিজে যায় মনের না বলা কথা।
পাখিরা আজও প্রিয় বন্ধুর মতো
ভুলিয়ে দেয় আদিম নিঃসঙ্গতা ।

২৮.০৫.২০২০