ঝড়ের গায়ে হাত রাখি,
দেখি― তাদের ডানায় লেখা
বৃষ্টির কথা।

বৃষ্টির গায়ে হাত রাখি,
দেখি― মনে ভেসে আসছো তুমি
আর তোমার কথা।

ভালোবাসা-টালোবাসা কাকে বলে
বুঝি না আমি । শুধু বুঝি―
বসন্তের বুকে কোকিলের মতো
এ হৃদয়ে আজও তোমার সক্রিয়তা।
  
        *******