ওখানে বৃষ্টি ব্রেকফেল আজ !
বন্যায় ভাসছে তাই চারিপাশ ,
এখানে রঙিন উৎসবেরই মেজাজ
নতুন পোশাকের সাথে উচ্ছ্বাস।
ওখানে শুধুই কান্না হাহাকার
জলস্তর এক মানুষেরও উপর,
এখানে হাসি ঠাট্টায় জমেছে গল্প
মাংসেরই গন্ধ উড়ছে ঘর ঘর ।
ওখানে জীবন সফেদ কাপড়ে ঢাকা
বিপর্যয় গিলছে তরতাজা প্রাণ,
এখানে উৎসবে উড়ছে কত টাকা
রাতভর চলছে রঙিন অনুষ্ঠান ।
ওখানে এখন ক্ষুধা ওখানে অনাহার
চলছে একমুঠো খাবারের চাওয়া,
এখানে ওসব দায় এড়িয়ে নিজেকে
আমোদ-প্রমোদে এলিয়ে দেওয়া ।
বিবেক বারুদ ভিজে গিয়েছে কি তবে?
নিভে কি গিয়েছে মূল্যবোধের মশাল ?
জেনো- নিজের মতন অপর কে একটু
হাত বাড়ালেই আসে নতুন সকাল।
*********