এখন আর ঘড়ির কাঁটায় জড়িয়ে নেই ব্যস্ততা
ক্যালেন্ডারের কোল বেয়ে খসে যাচ্ছে
আরো একটা মেরুদণ্ড ভাঙা দিন ।
অদৃশ্য শত্রুর আক্রমণ আটকাতে
জীবন বন্দি যেন শামুকের খোলকে ।

অথচ মনের কোটরে আজ বাসা বাঁধছে
দুশ্চিন্তার ছোটো ছোটো পোকারা,
হয়তো বিপর্যয়ের পালকি চেপে কদিন পরেই
এসে পড়বে অনাহার । চৌকাঠে ফেলবে
আর্তনাদের নুপূর জড়ানো দুর্গতির আলতা রাঙানো
কঠিন পা । কান্না-হাহাকার-মৃত্যু সব কিছুকে
উপেক্ষা করে মধ্যাহ্নের সূর্যের মতো সে চোখ
রাঙাবে তার ঔদ্ধত্বের । কিংবা অবশেষে
বিপন্নতার কোপ বসাবে সভ্যতার ঘাড়ে ।

তবে আমি শুধু স্বস্তি পাচ্ছি এই দেখে ―
কুলোর উপর চাল বাছতে বাছতে মা আজও
কেমন যত্ন করে বাইরে বের করে দিচ্ছেন শত্রুকে ।

✍️২৯.০৩.২০২০