খিদের কথা বললে
পুঁটি মাছের মতো পেট টিপে সহজেই
পোঁটা বের করে দেওয়া যায় ।

বকেয়া বেতন চাইলে
কুকুরের মতো কোমরে ক্যাঁত করে লাথি মেরে
সোজা কাজ থেকে বরখাস্ত করে দেওয়া যায় ।

কিংবা ঘরে ফিরতে চাইলে
বাচ্ছা কাঁখে বোঁচকা কাঁধে অবলা পশুর মতো
হাঁটও শত শত মাইল, গাড়ি পাওয়া দায় ।

অথচ অদ্ভুত
যারাই সারাজীবন সচল রাখে প্রগতির চাকা
তাদের বুকেই আজ লাগামহীন দাবানল
চোখে কান্নার মানচিত্র আঁকা ।

০৭.০৬.২০২০