দরিদ্রতার দেওয়ালে পেরেকের মতো
পোঁতা হয়ে আছি দীর্ঘদিন।
গত তিনদিন হল ফোটেনি চাল মাটির চুলায়
জোটেনি কিছু ঠিক মতনও।
ভাঙা ঘরের ফুটো চাল বেয়ে বৃষ্টির জল
গড়িয়ে পড়ছে নিচে পেতে রাখা বালতির উপর
যেন অভাবের নামতা হয়ে সশব্দে ।
তবু তারই পাশে হ্যারিকেনের অল্প আলোয়
শূন্য পেটে নিরেট খিদে নিয়ে
মেয়েটি পড়ছে
মেয়েটি পড়ছে
মেয়েটি পড়ছে
আগামী ভোরের বুকে সূর্য হয়ে উঠবে বলে ।