কেমন করে করব বরণ
কেমন করে বাজাব শাঁখ,
চারিদিকে বিপন্ন জীবন
আমরা ভালো নেই বৈশাখ ।
চোখের কোণে কান্না আসে
ধুঁকছে মানুষ দুর্বিপাকে,
সংক্রমণের করাল গ্রাসে
মৃত্যুপুরী লাগছে বিশ্বটাকে ।
বন্ধ বাজার শূন্য পথ-ঘাট
গৃহবন্দী সব লোকজন,
অভাব এসে নাড়ায় কপাট
দুশ্চিন্তায় দিনযাপন ।
আঁকড়ে আছে আতঙ্করা
হারাচ্ছে মন ভরসার মাটি,
মৃত্যু এখন বাঁধনছাড়া
যাচ্ছে নিয়ে লাশের আঁটি ।
এমন দিনে মানিয়ে নিও
বরণডালা তাই তোলাই থাক,
পারলে একটু স্বস্তি দিও !
আমরা ভালো নেই বৈশাখ ।
✍️১৪.০৪.২০২০