কাল যে নিরীহ ব্যক্তিটি বুকে বুলেটের
স্বাক্ষর নিয়ে  ঘুমালো। কেউ তো
দাঁড়াই নি তার পাশে ।
যে বৃদ্ধ প্রতিবন্ধী তীর্থের কাক হয়ে
ভীড় ট্রেনে একটা সিটের জন্য অপেক্ষারত,  
কেউ তো ছেড়ে দিইনি সিটটা মহানুভবতায়।  
কিংবা পাশের বাড়ির ছেলে-মেয়ে গুলো
যখন ক্ষুধার জ্বালায় কাঁদে,
কখনো তো কাছে গিয়ে বলিনি  -  
'কী রে এতো কাঁদছিস কেন ? কিছু খাবি ?'

আসলে মনের সিংহাসন থেকে
বিতাড়িত মানবিকতা এখন ঠোঁটের নিচে
গুটকার মতো বন্দি ।  
যখন খুশি তাই চিবিয়ে  
চুষে নেওয়া যায় তার রস !  
আলাদা করে দেওয়া যায় হাড়- মাংস ।

শুধু আমরা বোঝার চেষ্টা করি না
আমাদেরও খুব শীঘ্রই ক্যান্সার হবে ।  

          ***********