বুকে দূষণের বিষবাষ্প ।
বিষণ্ণতার বাইপাস ধরে হাঁটছে সভ্যতা ।

এদিকে অসচেতনতার পাশবালিশ জড়িয়ে
তবু সুচেতনার শীতঘুম। কখনো বা
উদাসীনতার কোলে মাথা রেখে  
দ্বায়িত্বজ্ঞানহীনতার রোদ পোহানো ।

হয়তো একদিন
আর উদিত হবে না সূর্য ।
চিতা নেভা পোড়া কাঠকয়লার মতো
পড়ে থাকবে আগামী প্রজন্মের দিকে  
চাপচাপ ধ্বংসস্তূপ ।

             *********

(উৎসর্গ - শ্রদ্ধেয় অজিত কুমার কর মহাশয়'কে। আজ ওনার 'সুন্দর পৃথিবী গড়ার আহ্বান' কবিতাটির মতামত লিখতে গিয়ে এই ছোট্ট প্রয়াস )