দেওয়ার মতো কী বা আছে; বুক জুড়ে শূন্যতা।
তবুও মনে প্রাণে প্রার্থনা করি তোর পরিপূর্ণতা।
সম্পর্কের নদীতে ভালোবাসার স্রোত থাক বহমান।
দূরত্ব ঘোঁচাতে মাঝে মধ্যে জমুক কিছু অভিমান।
পাশে আছি। নাইবা হাত থাকলো হাতের উপর।
হৃদয় সিন্দুকে সযত্নে রেখেছি তোর স্মৃতির মোহর।
নীরবতার ভেতর আজও তোর ভাবনাদের মিছিল।
হৃদয় পাতায় মজুত রাখিস বিশ্বাসের ক্লোরোফিল।
তোর আলোর শহরে ভালো থাকিস। ব্যাস এইটুকুই।
সব সমস্যাদের সমাধান চেনাস হাসি দিয়ে শুধুই।
সুযোগ পেলে দেখিস তোরও কিছু কষ্ট নেব কিনে।
হেমন্তের মাঝেও আজ বসন্ত আসুক তোর জন্মদিনে।