বিপন্নতার হল্লা চারিপাশে ।
অবক্ষয়ের আড়তে মরা মাছের মতো
ওজন হচ্ছে মানবিকতা মূল্যবোধ কিংবা
সুসংস্কৃতির শরীর ।
কাটা হচ্ছে হিংসার আঁশবঁটিতে ।
কখনো বা অনৈতিকতার গাড়িতে চালান হচ্ছে
ব্লাকবোর্ডের মতো অন্ধকারের দেশে ।
জীবন এসব দেখেও―
চুপ থাকে! চুপ থাকে! চুপ থাকে !
নিজেদের অবশিষ্ট নৈতিকতা গুলোকে
আত্মকেন্দ্রিকতার প্লাস্টিকে ভরে ঝুলিয়ে নিয়ে যায়
আরও এক অবক্ষয়ের চৌকাঠের দিকে ।