সৌহার্দ্যের শ্বাসরোধ করছে আজ ষড়যন্ত্র
সমন্বয়ের কাঁধে কুঠার মারছে ধর্মান্ধতা  
শান্তির মাথা কেটে নিয়ে যাচ্ছে সন্ত্রাস
ফোঁটা ফোঁটা রক্তে ভিজছে চলমান সময় ।

তবুও মানবিকতার মেরুদণ্ডে জড়তার জং ।
আগুন জ্বলা ফানুসের মতো ফুলে উঠছে না
প্রতিবাদের ফুসফুস ।
গর্জে উঠছে না জ্বালামুখীর মুখের মতো
জ্বলন্ত হুঙ্কার মজুত কণ্ঠস্বর।

আত্মকেন্দ্রিকতার দ্বীপপুঞ্জে  
স্বার্থবাদের নোঙর আঁকড়ে আজ  
বাঁধা পড়ে থাকে দায়িত্ববোধের তরী ।

মূল্যবোধের পাড় ধীরে ধীরে কামড়ে খায়
একটা বিপন্নতার ঢেউ ।

         ***********
#প্রকাশিত -  আঁখিপট পত্রিকা