মাটির বুকে মেঘ ঝুঁকে। ঝরে ঝুরো জলের দানা।
এমন দিনেই মন পাখি হয়। মেলে ভালোবাসার ডানা।

#
অপেক্ষার কপালে আক্ষেপের টিপ।
জানি তুমি কথা বলবে না আর!
তবু নীরবে জ্বলে ভালোবাসার দীপ।

#
তোমার নীরবতা
বাড়িয়ে দেয় আমার শূন্যতা।