আমার জানালায় দক্ষিণা তুমি
হৃদয় জুড়ে শুধুই তোমার অনুভব,
জেনো― ভালোবাসা আর বিশ্বাস
এক সাথে থাকলে সবকিছুই সম্ভব ।

#
শরীর যেন একটা দেওয়াল ঘড়ি
কাঁটার মতো ঘোরে মন ।
সময় পেলেই ভালোবাসবো তোমায়
টিফিন পিরিয়ডের মতন ।

#
পালাবে আর কত দূরে ?
হাসি দিয়েই করতে পারি গ্রেফতার ।
ভালোবাসার এই কারাগারে
বিশ্বাসগুলোই হোক না পাহারাদার ।

#
দৃষ্টিগুলো তোমার সৃষ্টি খোঁজে
মন থাকে কল্পনায় মশগুল ।
আমার অভিমানের বাগানে
এখনো ফোটে ভালোবাসার ফুল।

#
তুমি একটু একটু করে ছেঁটে দিচ্ছ―
আমার ঘুম গাছের ডালপালা।