তোমার কাছেই আমার প্রথম
অভিমানের হাতেখড়ি,
তোমার হাসির বর্ণমালায় আজও
ভালোবাসা অনুভব করি।
#
'দুঃখ' প্রেমিক হলে
'যন্ত্রণা' তার প্রেমিকা,
বুকে ওরা দিব্বি ঘুরে বেড়ায়
যখন কেউ হয়ে যায় ভীষণ একা।
#
কিছু খুচরো প্রেম বুদবুদের মতোই
আবেগের রোদ পড়ে ঝলমল করলেও
ভালোলাগার সৌন্দর্য ছড়ালেও
মিলিয়ে যায় হঠাৎ-ই।
#
সৌন্দর্যের সৈকতে আছড়ে পড়ে রঙিন অনুভব,
তুমি আসলে তুমি নও যেনো―একটা বসন্ত উৎসব ।