তুমি ভেসে যাচ্ছ ভীষণ ব্যস্ততার রেশে।
মনের অনেক কথা তাই
টাইপের পরেও মুছতে হয়― ব্যাকস্পেসে।

##
একলা রাতে দু'চোখের জলে
আজও যারা করে স্মৃতির চাষবাস,
প্রিয় চাঁদের ভেতর প্রিয় এক মুখকে
দেখতে পাওয়া তাদের পুরানো অভ্যাস।

###
তুমি কি জানো
তোমার সাথে একটু কথা বললে
কেউ তার আত্মহত্যার কথা ভুলে যায়।