#
পিঠের উপর নির্মমতার মানচিত্র আঁকা
কষ্টে কান্নায় আর্তনাদে ঝাপটাচ্ছি ডানা,
একটা মুরগি ছাড়ানো মেশিনের ভেতর
যেন হয়ে গেছে আমাদের ঠিকানা।
##
মাথার উপর কালো ত্রিপলের ছাউনি
ভেতরে ধিকিধিকি জ্বলে চৌপল,
সব হারানো মানুষগুলোর কাছে
বৃষ্টি আসলে নীরব দুটি চোখের জল।