আমিও ডাল ছড়াই।
পায়রা আসে ।
ওদের ঠোঁটে করে উড়িয়ে দিই
চারিপাশে কুড়ি লক্ষ টাকার বীমার বার্তা।
পরক্ষণে আমিও আবার ভাত ছড়াই।
কাক আসে।
ওদের বলি― গণতন্ত্রকে ঠুকরে ঠুকরে
বানিয়ে ফেলো লাশে।
আমার সাম্রাজ্য চাই।
ওরা মরে মরুক।
কুড়ি লক্ষের বীমা তো আছে পাশে।