এখানে ফুটছে লাল পলাশ
সুখেরই বাণী শোনাচ্ছে কোকিল,
ওখানে শিশুর রক্তাক্ত লাশ
কান্না আর মৃত্যুর মিছিল।
এখানে বইছে শান্ত বাতাস
মনখারাপি উধাও নিরুদ্দেশ ,
ওখানে বারুদ-বোমার সহবাস
গ্রেনেডের সাথে আগুনের রেষ।
এখানে বসন্ত, রঙের উচ্ছ্বাস
মনের দুয়ারে প্রেমের প্রবেশ,
ওখানে ধোঁয়ায় ঢেকেছে আকাশ
ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ ।
এখানে ও সব এড়িয়ে যাওয়া
মেখে নেওয়া নিশ্চিন্ততার সুখ,
ওখানে খাদ্য ও জলের চাওয়া
তবু মুখ উঁচিয়ে আছে বন্দুক।
এই পৃথিবীটা তোমার আমার
দায়িত্বও তাই সবারই কাঁধে,
পাশে থাকা আজ খুব দরকার
যখন অন্য প্রান্তের মানুষ কাঁদে।
দূরে থাক আজ পলাশ ফাগুন
দূরে থাক সব সুখের স্বাদ,
বিবেক বারুদে লাগুক আগুন
জাগুক ওদের জন্য প্রতিবাদ ।
*****