ছকে বাঁধা জীবন ছক ভাঙে বেশ
যখন মনের ইচ্ছেরা পাঠায় সমন,
পরিকল্পনার হাত ধরে শেষমেশ
হয়ে যায় ঠিক ছোটখাটো ভ্রমণ।
এ জগতে দেখার বাকি কতকিছুই
আমরা আর কতটুকুই বা চিনি,
সৌন্দর্যময় প্রকৃতির কাছে শুধুই
ক্লান্তি বেচে আমরা শান্তি কিনি।
নতুন করে বাঁচতে চায় সব লোকে
ধরতে চায় একটু বাঁচার অবলম্বন,
তৃপ্তির তীর্থ গড়ে উঠুক দুটি চোখে
ভ্রমণ আসলে একঘেঁয়েমির বিসর্জন।
দুঃখ দুঃখ করে কী হবে আর বলো
যতটা পারি চলো সুখ নিই ছেঁকে,
ভ্রমণ চেনায় ভালোবাসার আলো
আমরা আবিষ্কার করি নিজেকে ।